কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বকর্মা পুজোর সকালে ফের মেট্রো বিভ্রাট। এক ঘণ্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি বন্ধ পরিষেবা। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
বুধবার সকাল দশটা বেজে ৩৫ মিনিট নাগাদ যান্ত্রিক সমস্যা শুরু হয় গ্রিন লাইনে। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। অবস্থা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়।
বিশ্বকর্মা পুজোয় এদিন এমনিতেই রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল কম। তার উপর মেট্রো বন্ধ থাকার সময়কালে যাত্রীরা সমস্যায় পড়েন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত