বীরভূম, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর বুধবার এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ওই ঘটনায় গ্রেফতার স্কুলের শিক্ষক মনোজকুমার পাল। ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি রামপুরহাট ১নং ব্লকের বোন হাট গ্রাম পঞ্চায়েতের বারোমেসিয়া গ্রামে। অভিযোগ, গত ২৮ আগস্ট থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ ছিল। বছর ১৩-এর ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল। তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি। রামপুরহাট থানায় ছাত্রীর পরিবারের তরফে নিখোঁজের অভিযোগও করা হয়েছিল।
বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে ওই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। রামপুরহাট থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েক দিন আগেই ওই মৃত্যু হয়েছিল। ফলে দেহে ইতিমধ্যেই পচন ধরেছে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক মত পুলিশের।
বস্তার মধ্যে মৃতদেহ একাধিক টুকরো আকারে ছিল। খুনের পর কি দেহ টুকরো করা হয়েছিল? নাকি পচে গিয়ে দেহের বিভিন্ন অংশ আলাদা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত