প্রধানমন্ত্রীকে ‘শুভেচ্ছা, শ্রদ্ধা ও সাদর প্রণাম’ সুকান্তর
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): “ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় নরেন্দ্র মোদীজিকে তাঁর জন্মদিনে অন্তরের গভীর থেকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও সাদর প্রণাম।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ
প্রধানমন্ত্রীকে ‘শুভেচ্ছা, শ্রদ্ধা ও সাদর প্রণাম’ সুকান্তর


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): “ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় নরেন্দ্র মোদীজিকে তাঁর জন্মদিনে অন্তরের গভীর থেকে জানাই শুভেচ্ছা, শ্রদ্ধা ও সাদর প্রণাম।” বুধবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “দেশমাতৃকার প্রতি তাঁর অনন্য সমর্পণ, নিরলস পরিশ্রম, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ও অটল দেশভক্তি আজ কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে অশেষ প্রেরণার উৎস। তাঁর প্রজ্ঞাময় দিকনির্দেশনায় ভারত প্রতিনিয়ত ছুঁয়ে চলেছে নতুন উচ্চতা। তাঁর সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন, আত্মনির্ভরতা ও বৈশ্বিক মর্যাদার পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে নতুন ভারত।

ভগবান শ্রী রামের কৃপা সর্বদা তাঁর উপর বিরাজমান থাকুক। প্রভুর কাছে তাঁর সৌভাগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande