ওয়াশিংটন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): হুঙ্কার দিলেন এফবিআই প্রধান কাশ প্যাটেল। মঙ্গলবার সেনেটের একটি শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এফবিআই প্রধানকে বলতে শোনা যায়, মাদক চোরাচালানকারী সংস্থাগুলিকে জঙ্গি গোষ্ঠী হিসেবেই দেখা হবে। এক ধাপ এগিয়ে তিনি আল কায়দার নাম উল্লেখ করেন।
প্রসঙ্গত, একদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক জল সীমান্তে একটি ভেনেজুয়েলার নৌকার উপর হামলা চালানো হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে মাদক।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ