কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): আগামী রবিবারই মহালয়া, দেবীপক্ষ শুরু। ভরপুর শারদোৎসবের মেজাজ বাংলার প্রতি প্রান্তে। একে মহালয়া, তার উপর পুজোর আগে শেষ রবিবার। দ্বিগুণ ছুটির আমেজ। পুজো প্রস্তুতির যেটুকু আয়োজন বাকি রয়েছে, ওইদিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া উৎসবপ্রেমী আমবাঙালি।
তাই পথেঘাটে ভিড়ও রেকর্ড গড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেকথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়ার দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ‘ব্লু লাইন’ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর ১৮২ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে ১৩০।
আরও বড় সুখবর, সপ্তাহের বাকি ছ’দিনের মতো সকাল ৬.৫০ ও ৬.৫৫ থেকেই মেট্রো চলবে। বৃহস্পতিবার মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত