কলকাতা, ১৮ সেপ্টেম্বর হি. স.) : ভারতীয় সংবিধানের ব্রেইল সংস্করণ এখন থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় দেখা যাবে। এদিন থেকেই তা শোভাবর্ধন করবে। রাজ্য জাতীয় আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (এনইউজেএস) উপাচার্য অধ্যাপক ডঃ নির্মল কান্তি চক্রবর্তী বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে ভারতীয় সংবিধানের একটি ব্রেইল সংস্করণ তুলে দিয়েছেন । রজতজয়ন্তী বর্ষে এমন সিদ্ধান্ত, এনইউজেএস - এর ওই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রথম ব্রেইল সংস্করণটি তাদের জন্য সংবিধানে সহজ যোগদান সুনিশ্চিত করবে। এদিন বিধানসভায় সংক্ষিপ্ত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অধ্যক্ষের চেম্বারে দুপুর তিনটে নাগাদ তা তুলে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিধানসভায় উভয়ের মধ্যেই পারস্পরিক মত বিনিময় করা হয়েছে। এর সূত্র ধরে উভয়েই আইনি শিক্ষা ও সমতার প্রসারে যোগদান সম্পর্কে যোগ্যতার গুরুত্ব তুলে ধরেছেন। এনইউজেএসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতেও এমন প্রকল্প চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত