কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : পুজো আসছে। আসছে মানুষের সঙ্গে ওঠাবসা, জনসংযোগের সময়ও। তাই উৎসবের মরসুমে যাতে একটিও ‘অপ্রীতিকর শিরোনাম’ না ওঠে, তার জন্য বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকের শুরুতেই সব মন্ত্রীকে শারদীয় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তারপরেই বার্তা— নিজের এলাকাতেই থাকুন। মানুষকে পাশে রাখুন। অশান্তি এড়ান। ভাষার সংযম বজায় রাখুন।
উল্লেখ্য, যদিও সরকারের উচ্চ মহলের তরফেও দাবি, উৎসবকে সামনে রেখে আইন শৃঙ্খলার উপর জোর দিচ্ছে প্রশাসন। রাজ্য পুলিশ ও প্রশাসনের পাশাপাশি মন্ত্রীদেরও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিশেষ করে, কোনও মন্ত্রী বা নেতা যেন এমন মন্তব্য না করেন, যা উৎসবের আবহে বিতর্ক তৈরি করে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, কেউ কেউ ইচ্ছাকৃতভাবেও পরিস্থিতিকে ঘোলা করতে পারে— সেটাও ঠেকাতে তিনি আগাম ওই সতর্কবার্তা দিয়েছেন।
এর পাশাপাশি উৎসবের সময় প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার এবং দলীয় স্তরেও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। পরবর্তী মন্ত্রিসভার বৈঠক পুজোর পর হবে। তাই এবার ‘উৎসবমুখর রাজনীতি’-তেও লাগাম দিতে নির্দেশ ও জনসংযোগ এর প্রতি জোর দেওয়া হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত