দুর্গাপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মেয়রের রাতভর অভিযান
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): মহালয়ার ২ দিন আগেই শহর জুড়ে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতেই আগামীকাল থেকেই পরিদর্শনে বের হচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার তরফেও বৃহস্পতিবার এ নিয়ে এক নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার রাত আটটা নাগাদ তা শুরু
কলকাতা পুরসভার তরফেও নির্দেশিকা জারি


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): মহালয়ার ২ দিন আগেই শহর জুড়ে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতেই আগামীকাল থেকেই পরিদর্শনে বের হচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার তরফেও বৃহস্পতিবার এ নিয়ে এক নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার রাত আটটা নাগাদ তা শুরু করবেন তিনি। ই এম বাইপাসের উপর মেট্রোপলিটান মোড়ে বাইপাস ধাবা সামনে থেকে যাত্রা আরম্ভ। চলবে অনেক রাত পর্যন্ত। কারণ, দুর্গাপুজোতে রাস্তায় নামবে দর্শনার্থীদের ঢল। রাস্তা সংস্কারের কাজে কোনও খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকার কথা। চটজলদি মেরামতির সুযোগও রয়েছে। লালবাজার থেকেও পুরসভাকে নিয়ে চলবে যৌথ অভিযান। ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে- বিল্ডিং মোড় থেকে পুরকর্মী ও অফিসারদের নেতৃত্বেই চলবে রাতের অভিযান। প্রধান রাস্তা গুলি প্রথম পর্যায়ের জন্যে বাছাই করা হয়েছে। উল্লেখ্য, রাস্তা মেরামত হয়েছে। কাজও চলছে। বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। মেয়র জানান - বেলেঘাটা রোড, সিআইটি মোড়, ফুলবাগান, হাডকো মোড়, উল্টোডাঙা, খান্না মোড়, শ্যামবাজার ৫ মাথা মোড়, বাগবাজার, মৌলালি মোড়, পার্ক স্ট্রিট ক্রসিং, পার্ক সার্কাস, গড়িয়াহাট, গোলপার্ক, টালিগঞ্জ ফাঁড়ি, নিউ আলিপুর, মোমিনপুর হয়ে হাজরা পৌঁছে তা শেষ হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande