সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষর পদত্যাগপত্র গ্রহণে নারাজ পরিচালনমণ্ডলী
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেও পদে থাকছেন, সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। যতদিন পর্যন্ত নতুন অধ্যক্ষ না আসেন, এই পদে তিনি থাকছেন। বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বিধায়ক অশোক দেবের উপস্থিত
সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষর পদত্যাগপত্র গ্রহণে নারাজ পরিচালনমণ্ডলী


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেও পদে থাকছেন, সাউথ ক্যালকাটা ল কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। যতদিন পর্যন্ত নতুন অধ্যক্ষ না আসেন, এই পদে তিনি থাকছেন।

বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বিধায়ক অশোক দেবের উপস্থিতিতে বৈঠকের পর জানালেন উপাধ্যক্ষ। উপাধ্যক্ষের ইচ্ছাপ্রকাশ নিয়ে প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত সদস্যরা জানিয়েছেন, এই মুহূর্তে উপাধ্যক্ষ যদি পথ থেকে ছেড়ে চলে যায় তাহলে বেতন-সহ কলেজের পরিচালনা ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হবে।

বৈঠকের পর পরিচলন সভাপতি সঙ্গে বেরিয়ে নয়না বললেন, “যতদিন না পর্যন্ত নতুন অধ্যক্ষ আসছে ততদিন পর্যন্ত আমাকে থাকতে বলা হয়েছে উপাধ্যক্ষ পদে। আমি এখন এই পদে থাকব। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে বেতন-সহ কলেজে অচলাবস্থা তৈরি হবে।”

মঙ্গলবার বিকেলে কসবা আইন কলেজের পরিচালন সমিতির সভাপতি, বিধায়ক অশোক দেবের বাড়ি গিয়ে ইস্তফা জমা দিয়েছেন তিনি। নয়না ওই চিঠিতে জানিয়েছিলেন ১ অক্টোবর থেকে তাঁকে যেন উপাধ্যক্ষ পদে না রাখা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয় বৃহস্পতিবার। এ প্রসঙ্গে, অশোক দেব বলেন, “উনি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। আমরা বলেছি, এখন নয়। আদালতে মামলা সহ বেশ কিছু তদন্ত চলছে, তাঁর জন্য থাকতে বলেছি। শারীরিক ও মানসিক চাপের কারণে তিনি সরে দাঁড়াতে চেয়েছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande