খোয়াইয়ে প্রশাসনিক অভিযানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত
খোয়াই (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পূজোর প্রাক্কালে মেয়াদোত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে তৎপর হল খোয়াই মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় বাজারে অভিযান চালিয়েছে প্রশাসনের টিম। জানা গিয়েছে, খোয়াই শহর ও শহরতলীর বাজারগুলিতে মেয়াদোত্তীর্ণ খাবার সহ
মৃতদেহ উদ্ধার


খোয়াই (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পূজোর প্রাক্কালে মেয়াদোত্তীর্ণ সামগ্রীর বিরুদ্ধে তৎপর হল খোয়াই মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় বাজারে অভিযান চালিয়েছে প্রশাসনের টিম।

জানা গিয়েছে, খোয়াই শহর ও শহরতলীর বাজারগুলিতে মেয়াদোত্তীর্ণ খাবার সহ বিভিন্ন সামগ্রীর ছড়াছড়ি। অভিযোগের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য নেওয়া এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।মহকুমা প্রশাসক ও খাদ্য দফতর যৌথভাবে এই অভিযান চালায়।

এদিন খোয়াই শহরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির অধিকাংশই প্যাকেট জাতীয় খাবার। প্রশাসনের পক্ষ থেকে যে সকল দোকান থেকে মেয়াদোত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande