সোমবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব
কলকাতা, ২ সেপ্টেম্বর, (হি.স.): ২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু ২০২৫-এই। এবার থেকে দু''বার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব। প্রথম পর্বে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের। শুধুমাত্র OMR শ
সোমবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম পর্ব


কলকাতা, ২ সেপ্টেম্বর, (হি.স.): ২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু ২০২৫-এই। এবার থেকে দু'বার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব। প্রথম পর্বে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের। শুধুমাত্র OMR শিটে MCQ-তে পরীক্ষা হবে। সেপ্টেম্বরের পরে মার্চে ফের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা। দু'টি পরীক্ষার যোগফলে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট।

৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। ভারতে প্রথম আমাদের রাজ্য বছরে দু'বার উচ্চমাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তার প্রথম পর্বটাই ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। MCQ পদ্ধতিতে OMR শিটে পরীক্ষা হবে।

অর্থাৎ, পরীক্ষা-খাতা দেখা, পরীক্ষক এগুলো কিছুই থাকবে না। ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে। মঙ্গলবার একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি কী নিয়ম-কানুন, কী রীতি-নীতি তাও জানিয়েছে সংসদ।

পরবর্তী পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক পার্ট ২ হবে মার্চে। দু'টো পরীক্ষা মিলিয়ে যোগ করে মার্কশিট তৈরি করা হবে। সেটাই হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট। এতদিন মাধ্যমিকের মতোই বছরে একবার পরীক্ষা হত উচ্চমাধ্যমিকে। এবার থেকে দু'বার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। ২০২৬-এর পরীক্ষা মার্চে শেষ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande