রানীনগরে ১০টি সোনার বিস্কুট সহ ২ পাচারকারীকে আদালতে পেশ
ডোমকল, ২ সেপ্টেম্বর (হি. স.): মুর্শিদাবাদের ডোমকল মহকুমার অন্তর্গত রানীনগর এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। এই সোনা পাচারের ঘটনায় পুলিশ গ্রেফতার করে দুই পাচারকারীকে। মঙ্গলবার ধৃতদের ১০দিনের হেপাজত চেয়ে লালগোলা মহকুমা আদালতে পাঠানো হয়। জানা গ
রানীনগরে ১০টি সোনার বিস্কুট সহ ২ পাচারকারীকে আদালতে পেশ


ডোমকল, ২ সেপ্টেম্বর (হি. স.): মুর্শিদাবাদের ডোমকল মহকুমার অন্তর্গত রানীনগর এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। এই সোনা পাচারের ঘটনায় পুলিশ গ্রেফতার করে দুই পাচারকারীকে। মঙ্গলবার ধৃতদের ১০দিনের হেপাজত চেয়ে লালগোলা মহকুমা আদালতে পাঠানো হয়।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডোমকল থানার পুলিশ অভিযান চালায় ডোমকল মহকুমার অন্তর্গত রানীনগর এলাকায়। সেখানে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুট। যেগুলির মোট ওজন ১ কেজি ১১৬.৭ গ্রাম। যার বর্তমান বাজার দর প্রায় ১ কোটি ১১লক্ষ টাকা। এছাড়াও একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান , ধৃতরা হলেন শিবনাথ মণ্ডল, যার বাড়ি রাজানগর গ্রামে। অপরজনের নাম লালন মণ্ডল, তার বাড়ি সাগরপাড়া এলাকায়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় , চোরাপথে শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি এনেছেন ভারতে। তবে কোথা থেকে এতগুলি সোনার বিস্কুট পেল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের ১০দিনের হেপাজত চেয়ে লালগোলা মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande