অমৃতসর, ২ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি ও বন্যায় দুর্বিষহ অবস্থা পঞ্জাবে। মঙ্গলবার পর্যন্ত পঞ্জাবে বৃষ্টিপাত এবং বন্যার কারণে মোট ৩০ জন প্রাণ হারিয়েছেন। এমনটাই জানিয়েছে পঞ্জাব সরকার। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ১৯৮৮ সালের বন্যার চেয়েও ভয়াবহ পরিস্থিতি, আশা করি পুরো দেশ পঞ্জাবের পাশে দাঁড়াবে।
পঞ্জাব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসরে ৩ জনের মৃত্যু হয়েছে, হোশিয়ারপুরে ৩, পাঠানকোটে ৬, পাটিয়ালায় একজন প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে পঞ্জাবে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। মোট ১২টি জেলায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা