৩-৬ সেপ্টেম্বর সস্ত্রীক ভারতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও তাঁর ৩ থেকে ৬ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর আগে এই সফরে গয়া এবং অযোধ্যায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। বিদেশ মন্ত্রক আরও জানিয়ে
৩-৬ সেপ্টেম্বর সস্ত্রীক ভারতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে


নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও তাঁর ৩ থেকে ৬ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দিল্লিতে পৌঁছানোর আগে এই সফরে গয়া এবং অযোধ্যায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, জাতীয় রাজধানীতে অবস্থানকালে, বিদেশ মন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফর ৬ সেপ্টেম্বর শেষ হবে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুসারে, পূর্ববর্তী সফরে প্রধানমন্ত্রী তোবগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়াও, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা এবং ভারত সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande