নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): যমুনার জলস্তর বৃদ্ধি পেতেই বন্যা কবলিত দিল্লির লোহা পুল এলাকা। মঙ্গলবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লির মনাস্ট্রি মার্কেটের দোকানদাররা বন্যার আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিজেদের দোকান থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছেন, কারণ ক্রমাগত বর্ষার বৃষ্টির কারণে যমুনায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে। একজন দোকানদার বলছেন, প্রশাসন আমাদের (নদীতে জলস্তর বৃদ্ধির বিষয়ে) সতর্ক করেছে, তাই আমি আমার দোকান খালি করছি। বাজারটি এখন আগামী ৪-৫ দিন বন্ধ থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা