অনশন সমাপ্ত করলেন মনোজ পাটিল, খুশি প্রকাশ উপ-মুখ্যমন্ত্রী শিন্ডের
মুম্বই, ২ অক্টোবর (হি.স.): মারাঠা সংরক্ষণ কর্মী মনোজ জারাঙ্গে পাটিল মঙ্গলবার আমরণ অনশন ভাঙলেন। তিনি মারাঠা সংরক্ষণের বিষয়ে মহারাষ্ট্র মন্ত্রিসভা উপ-কমিটির দেওয়া সরকারী রেজোলিউশন (জিআর) গ্রহণ করেছেন এবং তার অনশন ভেঙে দেন। মন্ত্রিপরিষদ উপকমিটির প্র
অনশন সমাপ্ত করলেন মনোজ পাটিল


মুম্বই, ২ অক্টোবর (হি.স.): মারাঠা সংরক্ষণ কর্মী মনোজ জারাঙ্গে পাটিল মঙ্গলবার আমরণ অনশন ভাঙলেন। তিনি মারাঠা সংরক্ষণের বিষয়ে মহারাষ্ট্র মন্ত্রিসভা উপ-কমিটির দেওয়া সরকারী রেজোলিউশন (জিআর) গ্রহণ করেছেন এবং তার অনশন ভেঙে দেন। মন্ত্রিপরিষদ উপকমিটির প্রধান রাধাকৃষ্ণ ভিখে পাটিল সরকারের প্রস্তাব গ্রহণ করার জন্য এবং তার অনশন ভাঙার জন্য মনোজকে ধন্যবাদ জানিয়েছেন।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, আমি মনোজ জারাঙ্গে পাটিল এবং সমস্ত মারাঠাদের যারা প্রতিবাদ করতে মুম্বই এসেছিলেন, তাদের প্রতিবাদ শেষ করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। সরকার তাদের দাবিগুলো ইতিবাচক ও বাস্তবসম্মতভাবে মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রী, আমি এবং অজিত দাদা এই বিষয়ে বসে বসে আলোচনা করেছি এবং নিশ্চিত করেছি যে আমরা একটি ইতিবাচক সমাধান নিয়ে এসেছি যা সকলের পক্ষে। প্রধান দাবি ছিল হায়দ্রাবাদ গেজেট বাস্তবায়ন করা, এবং এর জিআর জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande