ক্যানিংয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
ক্যানিং, ২ সেপ্টেম্বর (হি.স.): যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে। তালদি বাজার সংলগ্ন এলাকায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এক জনকে আ
ক্যানিংয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ


ক্যানিং, ২ সেপ্টেম্বর (হি.স.): যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে। তালদি বাজার সংলগ্ন এলাকায় সোমবার রাতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ওই যুবককে বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এক জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পুলিশের সামনেই চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুরু হয়েছে অভিযুক্ত চিহ্নিতকরণের কাজও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande