নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার দিল্লি হাই কোর্ট উমর খালিদ, শারজিল ইমাম-সহ অন্যদের জামিন খারিজ করে দিয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি-হিংসা ষড়যন্ত্রের নেপথ্যে যুক্ত থাকার অভিযোগে ইউএপিএ মামলায় অভিযুক্ত ছিলেন উমরেরা। এ দিন বিচারপতি নবীন চাওলা এবং শালিন্দর কৌরের বেঞ্চ শারজিল ইমাম, উমর খালিদ, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আতহার খান, মিরান হায়দার, আবদুল খালিদ সাইফি এবং গুলফিশা ফাতিমার জামিনের আবেদন খারিজের সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে যে হিংসার ঘটনা হয়েছিল, তাতে প্রাণ হারান ৫০-রও বেশি মানুষ, আহত হন ৭০০ জনের বেশি। দিল্লি পুলিশের দাবি, ওই দাঙ্গার পিছনে 'বড় ষড়যন্ত্র' ছিল। আর সেই ষড়যন্ত্রের ‘মাস্টারমাইন্ড’ই নাকি উমর খালিদ, শারজিল ইমাম এবং তাঁদের সঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে মামলা হয় ইউএপিএ-র আওতায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ