দুর্গাপুর, ২ সেপ্টেম্বর (হি.স.) : ভোপালের গ্যাস দুর্ঘটনার ছায়া এবার দুর্গাপুরের পান্ডবেশ্বরে। জনস্বাস্থ্য কারিগরী দফতরের (পিএইচই) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে সোমবার রাতে ক্লোরিন গ্যাস লিক হয়ে মৃত্যু হল এক মহিলার, অসুস্থ হয়েছেন আরও পাঁচজন। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় অজয় নদের ব্রিজ সংলগ্ন এলাকায়।
মৃত মহিলার নাম জোৎস্না পট্টনায়ক (৫২)। তিনি পিএইচই–র এক কর্মীর মা এবং স্টাফ কোয়ার্টারে থাকতেন। গ্যাস লিক হতেই প্ল্যান্টের কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। আশপাশের কোয়ার্টার ও ফুলবাগান এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য জাতীয় সড়ক যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
অসুস্থদের পান্ডবেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জোৎস্না দেবীর মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী অভিযোগ করেছেন, “চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও অসুস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।” যদিও এ বিষয়ে পিএইচই–র তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা