ছবি মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কলকাতা, ২ সেপ্টেম্বর, (হি.স.): ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে এতদিন ধরে চলা নানা বিতর্ককে একপাশে রেখে, সিনেমাটি মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড কর
ছবি মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর


কলকাতা, ২ সেপ্টেম্বর, (হি.স.): ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে এতদিন ধরে চলা নানা বিতর্ককে একপাশে রেখে, সিনেমাটি মুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড করে বিবেক ব্যাখ্যা করলেন, কেন এই ছবি বাংলায় মুক্তি পাওয়া উচিত।

ভিডিয়োতে মমতাকে বিবেকবাবু জানিয়েছেন, প্রথমত, “আপনি ভারতীয় সংবিধান শপথ নিয়েছেন। ভারতের প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখারও শপথ নিয়েছেন। এই ছবি ইতিমধ্যেই সিবিএফসি (সেন্সর বোর্ড) থেকে পাস সার্টিফিকেট পেয়েছে, এই সিবিএফসি সাংবিধানিক সংগঠন। সুতরাং এই ছবি যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায়, তাঁর দায়িত্ব আপনাকেই নিতে হবে।”

বিবেকবাবু জানান, ভারতবর্ষ প্রথম থেকেই প্রতারিত। বহু বছর ধরে এই দেশের আত্মা, শিল্প, সাহিত্যকে বেঁধে রাখা হয়েছে। শাস্তি পেয়েছে গোটা দেশ। বিশেষ করে, ডিরেক্ট অ্যাকশন প্ল্যান ও নোয়াখালিতে হিন্দু গণহত্যার মতো ঘটনা এই দেশকে বিভাজিত করেছে। এই ঘটনা না ঘটলে হয়তো দেশ ভাগ হত না। এই ঘটনা ভুলে গিয়েছে বহু মানুষ, হয়তো বা ধামাচাপা ওদেওয়া হয়েছে।

বিবেকবাবুর কথায়, “বাংলা শুধুই ব্যথার ইতিহাস বহন করে তা তো নয়, বাংলা সভ্যতার মুকুট। এই বাংলা এমন একটা প্রদেশ, যেখানে ভারতের নবজাগরণের শুরু। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস উঠে এসেছেন। এরাঁ সবাই বাংলার সন্তান।

বাংলা গোটা দেশকে প্রাণ সঞ্চার করে। জাতীয়তাবাদের শিক্ষা দেয়। কিন্তু এটাও সত্যি, বাংলা এমন এক রাজ্য যা দু’বার বিভাজিত হয়েছে। একবার ১৯০৫ সালে, একবার ১৯৪৭ সালে। বাংলা যতটা আহুতি দিয়েছে, তা হয়তো আর কোনও রাজ্য দেয়নি। কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি এই ইতিহাস সম্পর্কে অবগত?”

বিবেকবাবুর মতে, কৃষাঙ্গ বাচ্চারা তাঁদের দাসত্বের কথা জানে, জাপানের প্রতিটি বাচ্চা হিরোসিমা-নাগাসাকির কথা জানে। তাহলে বাংলার নতুন প্রজন্ম কেন বাংলার এই ব্যথার কথা জানবে না? সেটা জানাতে চাওয়াটাই কি আমার অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বিবেকবাবু জানিয়েছেন, একজন ভারতীয়, একজন বাঙালির জায়গা থেকে ভেবে দেখুন, দেখবেন এই ছবিকে আপনি নিষিদ্ধ নয়, নমস্কার করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande