ডেপুটি মেয়রের হানা কলকাতা আর্ট কলেজে, মিলল লার্ভা
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ভারতীয় যাদুঘরের লাগোয়া কলকাতা আর্ট কলেজে ডেপুটি মেয়রের অতর্কিত হানা''তে মিলল লার্ভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ সদলবলে মঙ্গলবার সেখানে যান। ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে। দ্রুত কলকাতা পু
কলকাতা আর্ট কলেজে মশালষর লার্ভা মিলল


কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ভারতীয় যাদুঘরের লাগোয়া কলকাতা আর্ট কলেজে ডেপুটি মেয়রের অতর্কিত হানা'তে মিলল লার্ভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ সদলবলে মঙ্গলবার সেখানে যান। ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে। দ্রুত কলকাতা পুরসভার তরফেও সাফাই অভিযানের পর আর্ট কলেজ কর্তৃপক্ষের থেকে নির্দিষ্ট অর্থ আদায় করে নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন অতীন ঘোষ। তিনি আরও বলেন, শীঘ্রই আবর্জনার স্তুপ সরানো হবে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল যে, সেইসঙ্গে নোংরা ভর্তি হয়ে রয়েছে। ডাস্টবিনও জল জমেছে সেখানেও। ৩৭ জন গ্রুপ - ডি কর্মীর মধ্যেই কতিপয় ৩-৪ জন কাজের মধ্যেই রয়েছেন। অপ্রতুল কর্মী সংখ্যা। চতুর্দিকেই ময়লা জমে রয়েছে। জল জমেছে অনেক জায়গায়। লার্ভা পাওয়া গেছে। ভারপ্রাপ্ত পূর্ত দফতর ওই দায় এড়িয়ে চলতে পারে না। তাদের সেখানে অফিস রয়েছে। এই মুহূর্তে কাজ না হলে জরিমানা করা হবে। ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা রয়েছে খোদ ছাত্র ও ছাত্রীদের মধ্যে। এই মুহূর্তে আর্থিক অনটনে রয়েছে ওই কলেজটি এবং তা শিক্ষা দফতরের আওতায়। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট কলেজে এসওপি গড়তে নির্দেশ দিয়েছেন তিনি। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর লাগু করতেও নির্দেশ দিয়েছেন ডেপুটি মেয়র।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande