ভারত রাষ্ট্র সমিতি থেকে বরখাস্ত কেসিআর কন্যা কবিতা
হায়দরাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগ উঠেছিল কে কবিতার বিরুদ্ধে। কবিতা এবং বিআরএস-এর মধ্যে বিভেদ প্রকা
ভারত রাষ্ট্র সমিতি থেকে বরখাস্ত এমএলসি কবিতা


হায়দরাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগ উঠেছিল কে কবিতার বিরুদ্ধে। কবিতা এবং বিআরএস-এর মধ্যে বিভেদ প্রকাশ্যে আসে, যখন তিনি এই বছরের মে মাসে তাঁর বাবাকে লেখা একটি চিঠিতে দলের অভ্যন্তরীণ সমস্যা সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। চিঠিটি ফাঁস হয়ে যায় যখন কবিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ফিরে এসে তিনি অভিযোগ করেন যে, দলে ষড়যন্ত্র চলছে এবং কেসিআর একজন দেবতার মতো, কিন্তু কিছু শয়তান দ্বারা বেষ্টিত হয়ে রয়েছেন তিনি।

গত সোমবার কে কবিতা দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি খোলাখুলি বলেন যে, দলের কিছু নেতার কারণেই তাঁর বাবা কেসিআরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কবিতা এজন্য প্রবীণ নেতা তথা তাঁর দুই খুড়তুতো দাদাকে কাঠগড়ায় তোলেন। এঁদের দু'জনের বিরুদ্ধে সরাসরি বলেন, এঁরা সকলে মিলে বাবার গায়ে দুর্নীতির লেবেল সেঁটে দেওয়ার জঘন্য ষড়যন্ত্রের খেলা খেলছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande