নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): বিশ্ব ভারতকে বিশ্বাস করে, বিশ্ব ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টর ভবিষ্যত গড়ে তুলতে প্রস্তুত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, মাত্র কয়েকদিন আগেই চলতি বছরের প্রথম প্রান্তিকের জিডিপির সংখ্যা এসেছে। আবারও ভারত প্রতিটি প্রত্যাশা, প্রতিটি মূল্যায়নের চেয়ে ভাল পারফরম্যান্স করেছে। এমন এক সময়ে যখন বিশ্বের অর্থনীতিতে উদ্বেগ রয়েছে, অর্থনৈতিক স্বার্থপরতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ রয়েছে; সেই পরিবেশে ভারত ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন,২০২১ সালে আমরা সেমিকন ইন্ডিয়া কর্মসূচি শুরু করেছি। ২০২৩ সালের মধ্যে, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট অনুমোদিত হয়েছিল। ২০২৪ সালে, আমরা অতিরিক্ত প্ল্যান্ট অনুমোদন করেছি। ২০২৫ সালে, আমরা পাঁচটি অতিরিক্ত প্রকল্প অনুমোদন করেছি। সামগ্রিকভাবে, দশটি সেমিকন্ডাক্টর প্রকল্পে ১ ৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হচ্ছে। এটি ভারতের প্রতি বিশ্বের ক্রমবর্ধমান আস্থা দেখায়। আমরা জাতীয় একক উইন্ডো সিস্টেম প্রয়োগ করেছি। এর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির সমস্ত অনুমোদন একক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ফলস্বরূপ, আমাদের বিনিয়োগকারীরা এখন উল্লেখযোগ্য পরিমাণ কাগজপত্র থেকে মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা সমস্ত বিনিয়োগকারীদের স্বাগত জানাতে প্রস্তুত। সেই দিন বেশি দূরে নয় যখন বিশ্ব বলবে, ভারতে ডিজাইন, ভারতে তৈরি, বিশ্ব দ্বারা বিশ্বস্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা