মায়ের অপমান সহ্য করবে না দেশ : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস ও আরজেডি-কে কঠোর ভাষায় সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মা সম্পর্কে সাম্প্রতিক কুরুচিকর মন্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, মায়ের অপমান সহ্য করবে না দেশ। তিনি বলেছেন, মা
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস ও আরজেডি-কে কঠোর ভাষায় সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মা সম্পর্কে সাম্প্রতিক কুরুচিকর মন্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, মায়ের অপমান সহ্য করবে না দেশ। তিনি বলেছেন, মায়ের আশীর্বাদে দেশের সেবা করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের শুভারম্ভ করেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করার পাশাপাশি সংস্থার ব্যাংক একাউন্টে ১০৫ কোটি টাকা ট্রান্সফার করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, মঙ্গলবার, একটি খুব শুভ কাজ শুরু হচ্ছে। বিহারের মা-বোনেরা এখন এক নতুন সুবিধা পেতে চলেছেন। জীবিকা নিধি সাখ সহকারী সংঘর মাধ্যমে প্রতিটি গ্রামে জীবিকার সঙ্গে যুক্ত বোনেরা এখন আরও সহজে টাকা পাবেন। তারা আর্থিক সাহায্য পাবেন। এটি তাদের কাজ এবং তারা যে ব্যবসা পরিচালনা করেন তা আরও এগিয়ে নিতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিহারে কিছু দিন আগে যা হয়েছিল। আমি তার কল্পনাও করি না। বিহারে আরজেডি-কংগ্রেস আমার মার সম্পর্কে কুকথা বলেছে। তারা আসলে আমার মা নয়, দেশের সমস্ত মা-বোনেদের অপমান করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande