রাহুলকে তোপ প্রদীপ ভাণ্ডারির, সোনিয়ার নাগরিকত্ব নিয়েও তুললেন প্রশ্ন
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, রাহুল গান্ধী জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন। তিনি দলিত, বঞ
প্রদীপ ভাণ্ডারী


নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, রাহুল গান্ধী জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন। তিনি দলিত, বঞ্চিতদের সহ্য করতে পারেন না। ১৯৮০ সালে যখন সোনিয়া গান্ধী ভারতের নাগরিক ছিলেন না, তখন ভোটার তালিকায় তার নাম কীভাবে ছিল, সেই প্রশ্নও তুলেছেন প্রদীপ ভাণ্ডারি।

প্রদীপ আরও বলেছেন, গত কয়েকদিন ধরে দেশ দেখছে রাহুল গান্ধী দেশের প্রতিটি প্রান্তে গিয়ে দেশের সাধারণ নাগরিকদের ভুয়ো এবং চোর বলছেন। রাহুল গান্ধীর কংগ্রেস দলের মিডিয়া প্রধান পবন খেরা দু'টি এপিক নম্বর পেয়েছেন। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ভোট কারচুপির সঙ্গে জড়িত। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১, ধারা ৬২, উপধারা ২-এ বলা হয়েছে যে, কোনও ব্যক্তি একাধিক বিধানসভা আসনে ভোট দিতে পারবেন না। এখন আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, তিনি কি গ্রহণ করবেন, আসল 'চোর' হলেন পবন খেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande