বৃষ্টি হয়েই চলেছে জম্মু ও কাশ্মীরে, মঙ্গলেও স্থগিত মাতা বৈষ্ণোদেবী যাত্রা
শ্রীনগর, ২ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি থেকে আপাতত রেহাই পাচ্ছে না জম্মু ও কাশ্মীরে। অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। আগামী ২৪ ঘণ্টাও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাক
আবহাওয়া খারাপই, ষষ্ঠদিনের জন্য স্থগিত মাতা বৈষ্ণোদেবী যাত্রা


শ্রীনগর, ২ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি থেকে আপাতত রেহাই পাচ্ছে না জম্মু ও কাশ্মীরে। অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। আগামী ২৪ ঘণ্টাও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। ভূমিধস, হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর ডোডা-সহ জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। মঙ্গলবার সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল ডোডা জেলা। জেলা প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, সম্ভাব্য ভূমিধস, রাস্তা বন্ধ, হড়পা বান ও চেনাব নদী এবং সংলগ্ন নালায় জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৪-৭ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধস, কাদামাটির স্রোত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে পাথরও গড়িয়ে আসতে পারে, তাই গাড়ির চালকদেরও সতর্ক করা হয়েছে। কাঠুয়া, জম্মু, উধমপুর ও রিয়েসিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে মঙ্গলবারও স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। এই অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে টানা অষ্টমদিনের জন্য বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রয়েছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী তীর্থ বোর্ড জানিয়েছে, তাঁরা হেলিকপ্টার এবং থাকার ব্যবস্থা-সহ সমস্ত বুকিং বাতিল করেছে, যাত্রা পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ১০০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande