ফুঁসছে যমুনা, নদীর জলস্রোতে দিল্লিতে বন্যার শঙ্কা
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে রীতিমতো ফুঁসছে যমুনা নদী। বিপদসীমার বেশ কিছুটা ওপরে উঠে গিয়েছে যমুনার জলস্তর। যমুনার জলস্তর বাড়তেই বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীচু এলাকায়। যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে দি
ফুঁসছে যমুনা, নদীর জলস্রোতে দিল্লিতে বন্যার শঙ্কা


নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে রীতিমতো ফুঁসছে যমুনা নদী। বিপদসীমার বেশ কিছুটা ওপরে উঠে গিয়েছে যমুনার জলস্তর। যমুনার জলস্তর বাড়তেই বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীচু এলাকায়। যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি সরকার। মঙ্গলবার সকালে দিল্লির পুরাতন রেলওয়ে সেতুতে যমুনা নদীর জলস্তর ২০৫.৭৫ মিটারে পৌঁছেছে, যা ২০৫.৩৩ মিটারের বিপদসীমা অতিক্রম করেছে।

গত কয়েকদিন ধরে দিল্লি ও হরিয়ানায় ভারী বৃষ্টিপাত হয়েছে, তাছাড়া সোমবারও দিল্লিতে মুষলধারে বৃষ্টি হয়। সেই কারণেই জলস্তর বৃদ্ধি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও দেখা যায়, যমুনার জলস্তর বিপদসীমার অনেকটাই ওপর থেকে প্রবাহিত হচ্ছে। হাতনি কুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে। লোহা পুলে যানবাহন চলাচল ও জনসাধারণের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande