উত্তর প্রদেশে মদ্যপানের আসরে বিবাদ, কুঠারের আঘাতে যুবকের নৃশংস হত্যার অভিযোগ
মহোবা, ২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মদ্যপানের আসরে বিবাদ।তার জেরে যুবকের নৃশংস হত্যার অভিযোগ। মহোবার চরখারি থানা এলাকার গুঢ়া গ্রামে বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসরে ভয়াবহ ঘটনার ঘটে। সেই বচসার জেরে এক যুবককে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘ
উত্তর প্রদেশে মদ্যপানের আসরে বিবাদ, কুঠারের আঘাতে যুবকের নৃশংস হত্যার অভিযোগ


মহোবা, ২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মদ্যপানের আসরে বিবাদ।তার জেরে যুবকের নৃশংস হত্যার অভিযোগ। মহোবার চরখারি থানা এলাকার গুঢ়া গ্রামে বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসরে ভয়াবহ ঘটনার ঘটে। সেই বচসার জেরে এক যুবককে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মূলচন্দ্র অহিরবারের বাড়িতে বসেছিল মদ্যপানের আসর। সেখানে গ্রামবাসী উদয়ভান অহিরবার (৩৫), ভারত সিংহ ও মূলচন্দ্র একসঙ্গে মদ্যপান করছিলেন। হঠাৎ বচসা শুরু হয় তাদের মদ্যপান ও খাবার খাওয়া নিয়ে। অভিযোগ, ক্ষুব্ধ হয়ে ভারত সিংহ ও মূলচন্দ্র কুঠার দিয়ে উদয়ভানের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়ভানের।

মৃতের বাবা জানান, কয়েক বছর আগে উদয়ভানের স্ত্রী মারা যান। তার একমাত্র মেয়ে খুশবুর মাথা থেকে এখন বাবার ছায়াও সরে গেল। ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

এক পুলিশ আধিকারিক জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande