আগরতলা, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য ও জেলাভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ অক্টোবর জেলাস্তরে এবং ১৪ অক্টোবর রাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হবে।
সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের অঙ্গ হিসেবে রাজ্যের ৯টি বৃদ্ধা আবাসে স্বাস্থ্য শিবির করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি হোমগুলিতে স্থায়ীভাবে রুটিন মাফিক মেডিক্যাল চেকআপের জন্য একজন চিকিৎসক নিয়োগ এবং ১টি অ্যাম্বুলেন্স রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আন্তর্জাতিক প্রবীণ দিবসটিকে রাজ্যস্তরে ও জেলাস্তরে যথাযথভাবে পালন করার জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিনের সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের সচিব তাপস রায়, অধিকর্তা তপন কুমার দাস সহ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা, উপঅধিকর্তা ও জেলাস্তরের আধিকারিক, পূর্ত, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, আরক্ষা, শিক্ষা দফতরর সহ অন্যান্য দফতরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিকগণ এবং পেনশনার্স সংঘের সম্পাদক ও সভাপতি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ