হিমাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছ’জনের মৃত্যু
শিমলা , ১৫ জানুয়ারি (হি.স.) : হিমাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুধবার গভীর রাতে আগুনে পুড়ে প্রাণ গেল তিন শিশুসহ ছ’জনের। গুরুতর আহত আরও একজন। হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছ’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন
নরেলার শিল্পাঞ্চলে জুতো কারখানায় অগ্নিকাণ্ড, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন


শিমলা , ১৫ জানুয়ারি (হি.স.) : হিমাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বুধবার গভীর রাতে আগুনে পুড়ে প্রাণ গেল তিন শিশুসহ ছ’জনের। গুরুতর আহত আরও একজন। হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছ’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। নওহরাধার তহসিলের গ্রাম পঞ্চায়েত ঘান্দুরির তালাগানা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে, মোহন সিংয়ের বসতবাড়িতে আচমকাই আগুন লাগে। সেই সময় বাড়ির ভিতরে সাতজন ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেরোনোর সুযোগ পাননি ছ’জন। নিহতরা হলেন নরেশ, তাঁর স্ত্রী তৃপ্তা, কবিতা (আহত ব্যক্তির স্ত্রী ) এবং তিন শিশু—সারিকা, কৃতিকা ও কৃতিক। তাঁরা আত্মীয়ের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত লোকেন্দ্রকে প্রথমে নওহরাধর ও পরে সোলান হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা জানিয়েছে প্রশাসন। আগুনে একটি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কাও করা হচ্ছে। কাঠের তৈরি বাড়ি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা-সহ দলের শীর্ষ নেতৃত্ব। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ ও সর্বাত্মক সহায়তার দাবি জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande