
কলকাতা, ১৫ জানুয়ারি (হি স): “ভোটব্যাংকের রাজনীতি করা কি তাঁর ইচ্ছাকৃত নীতি?” এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
এক্সবার্তায় বুধবার রাতে সুকান্তবাবু লিখেছেন, l“অবৈধ অনুপ্রবেশ এখন প্রায় প্রতিটি রাজ্যই দেশের সামগ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর উদ্বেগ এবং আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ।
ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। বেঙ্গালুরুতে কোনও বিজেপি সরকার নেই। সেখানে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে, অপরাধের তদন্ত করা হয়েছে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কি আসলেই বিজেপি, নাকি আসল সমস্যা হল চোখ বন্ধ করে রাখার? ভোটব্যাংকের রাজনীতি করা কি তাঁর ইচ্ছাকৃত নীতি?”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত