
গৌতম বুদ্ধ নগর, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর ভারতের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার সমস্ত বোর্ডের (সিবিএসই/ আইসিএসই/ ইউপি বোর্ড এবং অন্যান্য) অধীনস্থ সমস্ত বিদ্যালয় (নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) শুক্রবার ও শনিবার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর। তবে স্কুলগুলিতে শিক্ষকদের হাজির থাকতে বলা হয়েছে। এ দিনও উত্তর ভারতের বিভিন্ন এলাকা সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল। সেই সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়ার দাপট অনুভূত হয়েছে এ দিন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ