
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের পুরনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার মুম্বইয়ের ভোট গণনা শুরু হয়েছে। এগিয়ে রয়েছে বিজেপি। তারপরেই রাহুল নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'নাগরিকদের বিভ্রান্ত করার' অভিযোগ এনেছেন। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন নাগরিকদের বিভ্রান্ত করায় আমাদের গণতন্ত্রের উপরে আস্থা ভেঙে পড়েছে। ভোট চুরি একটি দেশবিরোধী কাজ।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের পুরনির্বাচনের সময়ে আঙুলে চিহ্ন দেওয়ার জন্য কালির বদলে কলম ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে রাহুল এই মন্তব্য করেছেন। উল্লেখ্য, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে বৃহস্পতিবার দাবি করেছিলেন, মুম্বই পুরনির্বাচনে ভোটদানের পরে আঙুলে চিহ্ন দেওয়ার জন্য আধিকারিকেরা মার্কার পেন ব্যবহার করছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ