ভারতে ঢুকে পড়া পাকিস্তানের মাছ ধরার নৌকা ধাওয়া করে ধরা হ’ল, আটক ৯
পোরবন্দর, ১৬ জানুয়ারি, (হি স): আরব সাগরে ভারতের জলসীমায় ঢুকে পড়তেই পাকিস্তানের মাছ ধরার নৌকাকে ধরে ফেলল উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকায় থাকা ন’জন পাক মৎস্যজীবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর তরফে সমাজমাধ্যমে একটি
ভারতে ঢুকে পড়া পাকিস্তানের মাছ ধরার নৌকা ধাওয়া করে ধরা


পোরবন্দর, ১৬ জানুয়ারি, (হি স): আরব সাগরে ভারতের জলসীমায় ঢুকে পড়তেই পাকিস্তানের মাছ ধরার নৌকাকে ধরে ফেলল উপকূলরক্ষী বাহিনী। ওই নৌকায় থাকা ন’জন পাক মৎস্যজীবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, বুধবার টহল দেওয়ার ‘অল-মদিনা’ নামের একটি মাছ ধরার নৌকা চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। নৌকাটির পিছু ধাওয়া করলে সেটি পাকিস্তানের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা ক্ষিপ্রতার সঙ্গে নৌকাটিকে আটকান। ওই নৌকা এবং নয় মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হয় গুজরাটের পোরবন্দরে।

পোরবন্দরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ওই নয় মৎস্যজীবীকে। ওই মৎস্যজীবীরা মাছ ধরার জন্যই ভারতের জলসীমায় ঢুকেছিলেন, না কি তাঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande