
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে পুরভোটে এগিয়ে বিজেপি| তার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী 'ভোট-চুরি'র তত্ত্বে অনড় রয়েছেন। এই পরিস্থিতিতে এ বার পাল্টা তাঁকে নিশানা করল বিজেপিও। দলের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা রাহুলকে নিশানা করে বলেছেন, 'বাহানা-ব্রিগেড আবার সক্রিয়! গণনা শেষের আগেই পরাজয় মেনে নেওয়া হচ্ছে? রাহুল আবার অবিশ্বাস তৈরি, বিকৃতি ঘটানো ও ভ্রান্ত তথ্য ছড়ানোর কাজে নেমেছেন। 'খানদানি চোর' এখন ঠাকরেদের দাবিই উগরে দিচ্ছেন।'
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ