
পশ্চিম চম্পারণ, ১৬ জানুয়ারি (হি.স.): পশ্চিম চম্পারণের বেত্তিয়া থেকে 'সমৃদ্ধি যাত্রা'-র সূচনা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার এই পদযাত্রার শুরুতে প্রশাসনিক ও উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়নে জোর দেওয়ার বার্তা দেন তিনি। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে জনতা দল (ইউনাইটেড)-এর নেতৃত্বাধীন এনডিএ-র জয়ের পরে এই যাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। জেডি(ইউ)-এর মুখপাত্র নীরজ কুমার বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর জনগণের প্রত্যাশা পূরণ করাই এনডিএ তথা নীতীশ-সরকারের সামনে চ্যালেঞ্জ। এই যাত্রার মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রকল্পগুলির বাস্তবায়ন খতিয়ে দেখবেন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ