একদিনের রাজস্থান সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
জয়পুর, ১৬ জানুয়ারি (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার একদিনের সফরে রাজস্থানের রাজধানী জয়পুরে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন বিকেলের পর থেকে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হব
রাষ্ট্রপতি


জয়পুর, ১৬ জানুয়ারি (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার একদিনের সফরে রাজস্থানের রাজধানী জয়পুরে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন বিকেলের পর থেকে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।

সরকারি সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি দুপুর ১টা ৪০ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে রওনা দিয়ে দুপুর ২টো ১০ মিনিটে সিভিল লাইনস-এর লোক ভবনে যান তিনি। সেখানে তাঁর একটি সংক্ষিপ্ত কর্মসূচি ছিল।

এরপর বিকেল ৩টে ৫০ মিনিটে লোক ভবন থেকে রওনা দিয়ে ৪টে ২০ মিনিটে সিকর রোডের হরমাড়া স্থিত নীলদড় হাউজিং স্কিমে পৌঁছাবেন রাষ্ট্রপতি।

হরমাড়ায় রামানন্দ মিশনের উদ্যোগে আয়োজিত '১০০৮ কুণ্ডীয় হনুমান মহাযজ্ঞে' অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি মুর্মু। উল্লেখ্য, তুলসী পীঠাধীশ্বর জগদ্গুরু রামভদ্রাচার্যের সান্নিধ্যে গত ৮ জানুয়ারি থেকে শ্রীরাম কথা ও এই মহাযজ্ঞ চলে আসছিল। এদিন রাষ্ট্রপতির উপস্থিতিতেই এই অনুষ্ঠানের সমাপন হবে।

রাষ্ট্রপতির কনভয় যাতায়াতের সময় সংশ্লিষ্ট পথে সাধারণ যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande