থিরুভাল্লুভার দিবসে থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): থিরুভাল্লুভার দিবসে মহাজ্ঞানী ঋষি থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কালজয়ী সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে অগনিত মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এ
থিরুভাল্লুভার দিবসে থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): থিরুভাল্লুভার দিবসে মহাজ্ঞানী ঋষি থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কালজয়ী সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে অগনিত মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছে।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ থিরুভাল্লুভার দিবসে মহাজ্ঞানী থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর আদর্শ ও কাজ অগনিত মানুষকে প্রেরণা জোগায়। সামঞ্জস্যপূর্ণ ও সহানুভূতিশীল সমাজে তিনি বিশ্বাস করতেন। তামিল সংস্কৃতির সর্বোৎকৃষ্টতা তাঁর মধ্যে দিয়েই মূর্ত হয়ে ওঠে। আমি আপনাদের সকলকে তিরুক্কুলার পড়ে দেখার অনুরোধ জানাই। মহান থিরুভাল্লুভারের অসাধারণ জ্ঞানের আভাস এতে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande