ভারতের জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি তুলে ধরবে ইন্ডিয়া এনার্জি উইক
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬ চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে, যা এর চতুর্থ সংস্করণ। আগের তিনটি সংস্করণের সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে এবছর এই সম্মেলন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠ
ইন্ডিয়া এনার্জি উইক


নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬ চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে, যা এর চতুর্থ সংস্করণ। আগের তিনটি সংস্করণের সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে এবছর এই সম্মেলন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এবং ফেডারেশন অব ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ও ডিএমজি ইভেন্টস–এর যৌথ উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬ জ্বালানি নিরাপত্তা, সাশ্রয়যোগ্যতা ও স্থায়িত্বের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও মজবুত করবে।

জানা গেছে, এতে অংশ নেবেন ৭৫ হাজারের বেশি জ্বালানি ক্ষেত্রের পেশাদার, ৭০০–র বেশি সংস্থা, ১২০-টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৬ হাজার ৫০০–র বেশি প্রতিনিধি। বাস্তবভিত্তিক জ্বালানি রূপান্তরের পথ নিয়ে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা বৃদ্ধির পাশাপাশি, এখনও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থাকলেও, ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬–এ বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রূপান্তরের যাত্রাকে। একটি ক্রম-বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে ভারত কীভাবে কার্বন নিঃসরণ কমিয়ে, অর্থনৈতিক বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা বজায় রেখে এগিয়ে চলেছে, তা এখানে তুলে ধরা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande