কাশ্মীরে শৈত্যপ্রবাহ অব্যাহত, উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা
শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার কাশ্মীর উপত্যকার একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নীচে নেমে গিয়েছে। পুলওয়ামায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়া
তুষারপাত


শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর এবং লাদাখ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার কাশ্মীর উপত্যকার একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নীচে নেমে গিয়েছে। পুলওয়ামায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় এটি উপত্যকার সবচেয়ে শীতল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। শোপিয়ানে তাপমাত্রা ছিল মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৫ ডিগ্রি এবং বিমানবন্দরে মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পহেলগাম, গুলমার্গ, অনন্তনাগ ও অবন্তীপোরাতেও তাপমাত্রা শূন্যের নীচে ছিল। উত্তর কাশ্মীরের বারামুল্লা ও গান্ডেরবালে তাপমাত্রা শূন্যের সামান্য উপরে থাকলেও শীতের দাপট বজায় রয়েছে। জম্মু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে।

লাদাখে শীত আরও তীব্র আকার ধারণ করেছে। লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৮ ডিগ্রি এবং হানলে-তে মাইনাস ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দুপুরের পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গুলমার্গ, পহেলগাম ও সোনমার্গ-সহ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সমতল এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা অতি হালকা তুষারপাত হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande