উত্তর কাশ্মীরের উরিতে অক্ষত মর্টার শেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়
শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি মহকুমার বোনিয়ার এলাকার রামপুরে একটি সেনা ইউনিটের কাছে একটি অক্ষত মর্টার শেল উদ্ধার হয়েছে। পরে সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর-বোনিয়ার এলাক
উত্তর কাশ্মীরের উরিতে অক্ষত মর্টার শেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয়


শ্রীনগর, ১৬ জানুয়ারি (হি.স.) : উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি মহকুমার বোনিয়ার এলাকার রামপুরে একটি সেনা ইউনিটের কাছে একটি অক্ষত মর্টার শেল উদ্ধার হয়েছে। পরে সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর-বোনিয়ার এলাকায় সেনাবাহিনীর একটি প্রাক্তন সদর দফতর চত্বরে খননকাজ চলাকালীন ৫১ মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল নজরে আসে। বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে বোনিয়ার থানাকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বোনিয়ার থানার আধিকারিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল (বিডিডিএস) মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানিয়েছে, গোটা অভিযানে কোনওরকম প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande