জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তির বিরুদ্ধে শপথ মুটিয়া শ্রমিকদের
বাঁকুড়া, ১৭ জানুয়ারি (হি.স.) : শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বামপন্থী নেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে বাঁকুড়া রেলওয়ে গুডস শেডে কর্মরত মুটিয়া শ্রমিকরা সাম্প্রদায়িক, স্বৈরাচারী ও বিভেদকামী শক্তিকে উৎখাতের শপথ গ্রহণ করলেন। এদিন মুটিয়া মজ
জ্যোতি বসুর প্রয়াণ দিবসে সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তির বিরুদ্ধে শপথ মুটিয়া শ্রমিকদের


বাঁকুড়া, ১৭ জানুয়ারি (হি.স.) : শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বামপন্থী নেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে বাঁকুড়া রেলওয়ে গুডস শেডে কর্মরত মুটিয়া শ্রমিকরা সাম্প্রদায়িক, স্বৈরাচারী ও বিভেদকামী শক্তিকে উৎখাতের শপথ গ্রহণ করলেন।

এদিন মুটিয়া মজদুর ইউনিয়নের সভাপতি প্রতীপ মুখার্জির নেতৃত্বে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতীপ মুখার্জি বলেন, জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঠনের পর মুটিয়া শ্রমিকরা মজুরি বৃদ্ধি, বোনাস, ওভারটাইম, উৎসবকালীন সবেতন ছুটি এবং কর্মরত অবস্থায় দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ—এই সমস্ত অধিকার আদায় করতে পেরেছেন, যা শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, প্রয়াত জ্যোতি বসু যথার্থভাবেই বলেছিলেন যে বিজেপি একটি অসভ্য ও বর্বর শক্তি এবং সভ্য সমাজে তাদের কোনও স্থান নেই। আজ বাস্তবেই মানুষ সর্বত্র তা উপলব্ধি করছে। পাশাপাশি তিনি জ্যোতি বসুর সেই মন্তব্যের উল্লেখ করেন—“তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ হলো বিজেপিকে এ রাজ্যে ডেকে আনা।” তাঁর দাবি, এই দুই দলই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার মাধ্যমে রাজ্যের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে, যা রাজ্যের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে শ্রমজীবী মানুষের ঐক্য বজায় রেখে এই সব বিভাজনমূলক শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস, ছোটু দালাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande