‘উদাসীন ভকতদের জন্য আর্থিক সহায়তা’ শীর্ষক প্রকল্পের শুভ সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : ‘উদাসীন ভকতদের জন্য আর্থিক সহায়তা’ শীর্ষক প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ শুক্রবার লোকসেবা ভবনের সম্মেলন কক্ষে রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত সত্ৰগুলোর ‘উদাসীন ভক্তদের জন্য আর্থিক সহায়তা’ শীর্
উদাসীন ভকতদের সঙ্গে মুখ্যমন্ত্রী


গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : ‘উদাসীন ভকতদের জন্য আর্থিক সহায়তা’ শীর্ষক প্রকল্পের শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ শুক্রবার লোকসেবা ভবনের সম্মেলন কক্ষে রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত সত্ৰগুলোর ‘উদাসীন ভক্তদের জন্য আর্থিক সহায়তা’ শীর্ষক প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

গতকাল ইংরেজি নববর্ষে অসম সরকার যে প্রথম প্রকল্পটি চালু করেছে, তা রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মেরুদণ্ডস্বরূপ সত্ৰগুলোর সেবায় উৎসর্গ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। উদাসীন ভকতদের জন্য এই বিশেষ প্রকল্পের আওতায় লোকসেবা ভবনে অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ভকতরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসের ১০ তারিখ এই অর্থ প্রদান করা হবে এবং তা সরাসরি উদাসীন ভকতদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

মুখ্যমন্ত্রী জানান, বরপেটার ১০ এবং যোরহাটের ৫৪ জন ভকত আজ এই অর্থ সহায়তা পেয়েছেন। এছাড়া মাজুলির ৪৭৪ জন এবং কামরূপ (মেট্রো)-এর ১৫ জন ভকতও এই সাহায্য লাভ করবেন। সর্বমোট ৬২০ জন এই প্রকল্পের সুবিধা পাবেন।

তিনি জানান, পূর্ববর্তী বিধানসভায় সত্ৰ আয়োগের সিদ্ধান্ত অনুযায়ী, সত্ৰ আয়োগের হাতে আর্থিক ক্ষমতা থাকবে। প্রয়োজনে সত্ৰগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ক্ষমতাও থাকবে আয়োগের। সত্ৰ আয়োগ রাজস্ব আদালতের কাজ করবে। সত্ৰের জমি দখল হলে আয়োগের কাছে অভিযোগ জানানো যাবে এবং দখলীকৃত জমি উচ্ছেদের অনুমতিও দেবে আয়োগ।

ড. শর্মা জানান, এখনও ১৫,২৮৮ বিঘা সত্ৰের জমি অবৈধ জবরদখলকারীদের কবলে রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, এক বরপেটা জেলায়ই ৭,১৩৮ বিঘা জমি দখলদারদের কবলে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande