দূষিত জলে মৃত্যু ইন্দোরে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মায়াবতীর
লখনউ, ২ জানুয়ারি (হি.স.): দূষিত জল পানের কারণেই ডায়রিয়া৷ অনুমান সত্যি করে ল্যাব রিপোর্টে মিলল প্রমাণ৷ ইন্দোরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১০৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন এলাকার মেয়র৷ এই ঘটনায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভানেত্রী মায়াবতী
মায়াবতী


লখনউ, ২ জানুয়ারি (হি.স.): দূষিত জল পানের কারণেই ডায়রিয়া৷ অনুমান সত্যি করে ল্যাব রিপোর্টে মিলল প্রমাণ৷ ইন্দোরের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১০৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন এলাকার মেয়র৷ এই ঘটনায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভানেত্রী মায়াবতী শোক প্রকাশ করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

তিনি জানান, মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই অসুস্থ। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক| এই ধরনের দায়িত্বহীনতা এবং উদাসীনতা কেবল স্থানীয়ভাবে নয়, সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করছে। তিনি আরও জানান, জনগণকে বিশুদ্ধ বাতাস এবং পরিশুদ্ধ জল সরবরাহ করা প্রতিটি সরকারের প্রাথমিক দায়িত্ব| কিন্তু সরকারি স্তরে অবহেলা এবং দুর্নীতি আইনশৃঙ্খলার ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠছে। এর বিরুদ্ধে সরকারকে যথাসম্ভব কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, প্রশাসনিক আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, ইন্দোরের ভাগীরথপুরার একটি পুলিশ ফাঁড়ির কাছে প্রধান পানীয় জল সরবরাহ পাইপলাইন লিক করছিল৷ ওই জায়গার উপরেই একটি শৌচাগার নির্মিত থাকায় সেখান থেকেই নোংরা জল পাইপলাইনে মিশে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন তাঁরা। এই লিকেজের কারণেই পানীয় জল দূষিত হয়েছে বলে দাবি ছিল তাঁদের৷ এদিন ল্যাব টেস্টে সেই জল দূষণের অনুমানই প্রমাণিত হল৷

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande