
বিকানের, ২ জানুয়ারি (হি.স.): রাজস্থানের বিকানের জেলার নাপাসার থানা এলাকা সংলগ্ন ভারতমালা জাতীয় সড়কে দেশনোক-নৌরঙ্গদেশার রুটে বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগতির ট্রেলার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটো ও পিকআপ ভ্যানে ধাক্কা মেরে আট জনকে পিষে দেয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও চার জন।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জাতীয় সড়কে একটি অটো উল্টে পড়েছিল। সেই অটো উদ্ধারের জন্য কয়েকজন রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। আহত ইন্দ্র সিং জানান, অটোচালক আলো জ্বালিয়ে সাহায্যের সংকেত দিলে তাঁরা গাড়ি থামিয়ে উদ্ধার কাজে হাত লাগান। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবহন ও লোকজনকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে বিকানের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য