উমরের সুবিচার চেয়ে ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূতকে চিঠি
ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : উমর খালিদের জামিন এবং সুবিচার নিশ্চিত করার অনুরোধ জানিয়ে ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূতকে চিঠি দিলেন আমেরিকান কংগ্রেসের আট সদস্য। তাঁরা হলেন ডেমোক্র্যাট নেতা জেমস পি ম্যাকগভার্ন, জেমি রাসকিন, সেনেটর ক্রিস ভ
উমর খালিদ


ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : উমর খালিদের জামিন এবং সুবিচার নিশ্চিত করার অনুরোধ জানিয়ে ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূতকে চিঠি দিলেন আমেরিকান কংগ্রেসের আট সদস্য। তাঁরা হলেন ডেমোক্র্যাট নেতা জেমস পি ম্যাকগভার্ন, জেমি রাসকিন, সেনেটর ক্রিস ভ্যান হলেন ও পিটার ওয়েলচ, কংগ্রেসের সদস্য প্রমীলা জয়পাল, জন শেকোস্কি, রশিদা তালিব এবং লয়েড ডগেট। বিচারাধীন ছাত্রনেতা প্রায় ৫ বছর ধরে জেলে বন্দি। ওই চিঠিতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে মানবাধিকার রক্ষা, স্বাধীনতা বজায় রাখার দাবি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে উমরের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি দিয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিও। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের গোড়ায় উমরের বাবা-মা আমেরিকায় গিয়েছিলেন। সেখানে বেশ কয়েক জন রাজনীতিকের সঙ্গে দেখা করেন তাঁরা। মামদানির চিঠিতেও সে কথার উল্লেখ আছে। মামদানি লিখেছেন, আমরা সবাই আপনার (উমরের) কথা ভাবছি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande