


কলকাতা , ২ জানুয়ারি ( হি. স.): কলেজ ছাত্র - ছাত্রীদের সার্বিক বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজন করা হলো স্টুডেন্টস উইক সেলিব্রেশন । গোটা সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা থেকে সচেতনতামূলক আলোচনা পর্ব। দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় নেট দুনিয়ায় হেনস্থার শিকার। দ্বিতীয় পর্বে বক্তব্য রেখেছেন সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ডঃ প্রিয়াঙ্কা রায় এবং ডঃ শিখি চট্টোপাধ্যায় ।
শুক্রবার প্রথম পর্বের রেশ টেনেই শুরু হলো দ্বিতীয় পর্বের আলোচনা। বর্তমান দিনে দাঁড়িয়ে প্রত্যেক মানুষ তাঁদের প্রাত্যহিক জীবনের টুকরো মুহূর্তকে তুলে ধরে সামাজিক মাধ্যমে । তবে এই আনন্দ মুহূর্তই ডেকে আনতে পারে বড় বিপর্যয় । আট থেকে আশি , সব বয়সের মানুষই চায় বাইরের দুনিয়া থাকুক হাতের মুঠোয় । মাত্রাতিরিক্ত সমাজ মাধ্যমের ব্যবহার বাড়িয়েছে নানান অপরাধের মাত্রা ।সমীক্ষায় দেখা গেছে , ৬০% সংঘটিত অপরাধের মধ্যে সমাজ মাধ্যমের সামনে আসে মাত্র ২৪%। সম্প্রতি অভিভাবকরাও তাদের সন্তানদের ঠেলে দিচ্ছে রঙিন নেট দুনিয়ায়। কখনও অর্থ কিংবা কখনও খ্যাতি , শিশুরা নিজেদের অজান্তেই ব্যবহৃত হয় এবং হচ্ছে । আলোচনার সঙ্গে সঙ্গে উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিষয়টিকে আরও মনোগ্রাহী করে তোলার প্রয়াস করা হয় । বক্তব্যের সপক্ষে দেখানো হয়েছে বেশ কিছু সমীক্ষা কিংবা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ভবিষ্যতের জন্য সচেতনতার বার্তা দিয়ে বক্তব্যে ইতি হয় ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক