বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ মিছিল
​কলকাতা, ২০ জানুয়ারি ( হি. স.) : ধর্মঘটের ডাক দেওয়ার আগে নিজেদের দীর্ঘদিনের দাবিদাওয়া আদায়ে মঙ্গলবার কলকাতার রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল করল ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন’। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলটি শুরু
প্রতিবাদ আঙ্গনওয়ারি


​কলকাতা, ২০ জানুয়ারি ( হি. স.) : ধর্মঘটের ডাক দেওয়ার আগে নিজেদের দীর্ঘদিনের দাবিদাওয়া আদায়ে মঙ্গলবার কলকাতার রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল করল ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন’। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলটি শুরু হয়ে রানি রাসমণি রোডে গিয়ে শেষ হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এই কর্মসূচিতে অংশ নেন। মিছিল শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল তাঁদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দিতে যান।

মিছিল থেকে একগুচ্ছ দাবি তোলা হয়, যার মধ্যে অন্যতম হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান এবং সরকারি কর্মীদের মতো স্থায়ী বেতন কাঠামো ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া আইসিডিএস প্রকল্পে শিশুদের জন্য বরাদ্দ ডিম ও সবজির দাম বাড়ানোর দাবিও জানানো হয়।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান অভিযোগ ছিল মোবাইল অ্যাপের ব্যবহার নিয়ে। তাঁরা দাবি জানান, কর্মী-সহায়িকাদের ওপর আরোপিত মোবাইল সংক্রান্ত সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে এবং সেন্টারের নামে সরকারি সিম কার্ড প্রদান করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে সম্মানজনক বেতন বৃদ্ধির দাবি জানানো হয়।

​এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মাধবী পণ্ডিত এবং AIUTUC-এর রাজ্য সম্পাদক অশোক দাস। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, সরকার যদি অবিলম্বে তাঁদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা না করে, তবে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতি পালন করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande