
জিন্দ, ২০ জানুয়ারি(হি. স.) : ধাবার আড়ালে মাদক পাচার। হরিয়ানার জিন্দ জেলার নারওয়ানার ডুমারখান খুর্দের গ্রামের কাছে পুলিশ অভিযান চালায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতের ভিতরে তৈরি করা গোপন ঘর থেকে ২৭৬ কেজি ১০০ গ্রাম মাদক( চুরা পোস্ত) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, ধাবার আড়ালে মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্ষেতের ভিতর থেকে এক ব্যক্তি ক্ষেতের ভিতরে তৈরি করা গোপন ঘর থেকে থেকে বেরোতে গেলে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে ১১ বস্তা ভর্তি মাদক( চুরা পোস্ত) উদ্ধার হয়। গোপন ঘরটি গোবর ও খড় দিয়ে ঢেকে রাখা ছিল।
ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে সে আরেক সহযোগীর সঙ্গে মিলিতভাবে মাদক ব্যবসা চালাত। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য