
ইন্দোর, ২০ জানুয়ারি (হি.স.) : ইন্দোরে দূষিত জল সরবরাহের ঘটনার পরিস্থিতি এখন রাজ্য ও কেন্দ্র দু’স্তরেই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, প্রশাসনিক গাফিলতি ও দায়িত্ব নির্ধারণে রাজ্য সরকার ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি কেন্দ্রীয় স্তরেও বিষয়টি নজরে এসেছে। রাজ্য সরকারের গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব (সাধারণ প্রশাসন) সঞ্জয় কুমার শুক্লা। কমিটি জল দূষণের উৎস, পাইপলাইন ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি, প্রশাসনিক ও প্রযুক্তিগত গাফিলতির বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে। প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট দফতরের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জল দূষণের কারণে ব্যাপকভাবে মানুষ অসুস্থ হওয়ায় বিষয়টি পরিবেশ ও জনস্বাস্থ্যের বড় সংকট হিসেবে দেখা হচ্ছে। পুরনো জল সরবরাহ ব্যবস্থা সংস্কার, নর্মদা পাইপলাইনের ত্রুটি দূর করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আক্রান্ত এলাকাগুলিতে নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা চালু রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য